Terms & Condition

Terms & Conditions

  1. অফারটি ১লা ডিসেম্বর ২০২৫ হতে ২০শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
  2. প্রতি সপ্তাহে সৌভাগ্যবান বিজয়ীদের নাম AntShop-এর অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা করা হবে।
  3. উপহার পণ্যের ডেলিভারি চার্জ AntShop বহন করবে।
  4. উপহার পণ্যসমূহ ফেরতযোগ্য নয়। তবে নিম্নোক্ত ক্ষেত্রে ফেরত গ্রহণযোগ্য হবে:
    • ফাঁকা বাক্স
    • ত্রুটিপূর্ণ পণ্য
    • ক্ষতিগ্রস্ত পণ্য
    ফেরতের দাবির ক্ষেত্রে গ্রাহককে আনবক্সিং ভিডিও প্রমাণ হিসেবে প্রদান করতে হবে।
  5. কোম্পানির নীতিমালা, শর্তাবলী বা সঠিক ব্যবহারের নিয়ম ভঙ্গ করলে AntShop যে কোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে। AntShop-এর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
  6. ডেলিভারি সময়কাল:
    • ঢাকার ভিতর: ১–৫ কর্মদিবস
    • ঢাকার বাইরে: ৭–১০ কর্মদিবস
    • বিশেষ ক্ষেত্রে ঢাকার বাইরে: ৭–১৫ কার্যদিবস
  7. ক্রয়কৃত ভাউচার অ্যাক্টিভেশন সম্পন্ন হতে ৩–৭ কর্মদিবস সময় লাগতে পারে।
  8. রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বনিম্ন ১৫ কর্মদিবস সময় লাগবে।
  9. কোম্পানি প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই এই অফারের শর্তাবলি পরিবর্তন, বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।
  10. ক্রয়কৃত পণ্য রিসিভ করলেই কেবল গিফট প্রদান করা হবে, অন্যথায় গিফট বাতিল বলে গণ্য হবে।